ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই্পিএলে আজকের দিনের একমাত্র ম্যাচে ব্যাট হাতে তান্ডব চালিয়েছে ওয়ার্নার। চেন্নাই এর বিপক্ষে অল্প রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চেন্নাই বোলারদের উপর ঝড় বইয়ে দিয়ে ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই অজি তারকা।
আজ প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে মাত্র ১৩২ রান করে। তাদের ওপেনার ওয়াটশন ৩১ ও প্লেসিস ৪৫ রান করেন। রাইডু করেন ২৫ রান। বাকিরা ছিল চরম ব্যর্থ।
জবাবে ব্যাটিং করতে নেমে রীতিমত তান্ডব চালিয়ে ৫০ রান করে আউট হন ওয়ার্নার। মাত্র ২৫ বলে ৫০ রান করতে ১০টি চার মারেন অজি তারকা।