সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলের প্রথম ম্যাচটি খেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু বোলিংয়ে ভালো করতে না পাড়ায় শেষে দল থেকেই বাদ পড়েন সাকিব।
সাকিবকে বাদ দিয়ে পরের ম্যাচে কেন উইলিয়ামসনকে দলে নেয়া হয়। উইলিয়ামসন আবার দলটির অধিনায়কও। এই ম্যাচে উইলিয়ামসনও খারাপ করেন।
এরপর টানা খেলতে থাকেন মোহাম্মদ নবি। বোলিংয়ে দারুণ কার্যকারীতার জন্যই মুলত একাদশে চান্স পেয়ে যান এই তারকা।
তবে সেও একটি ম্যাচ খারাপ করার পর এবং সানরাইজার্স টানা হারতে থাকায় বাদ পড়েন এবং দলে আসেন উইলিয়ামসন। এরপর উইলিয়ামসন অধিনায়ক কোটায় একাধিক ম্যাচ খেললেও একটি ম্যাচেও ভালো করতে পারেনি। অথচ সাকিব এক ম্যাচ খারাপ করায় আর দলেই সুযোগ পায়নি।