সর্বশেষ সিরিজেও শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন লাসিথ মালঙ্গা। কিন্তু এবার বিশ্বকাপের আগেই তাকে সরিয়ে দেয়া হয়েছে অধিনায়ক থেকে।
শ্রীলঙ্কা দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে গতকাল। শেষ চার বছর ওয়ানডেতে জাতীয় দলের হয়ে কোন ম্যাচ না খেলা দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করেছে শ্রীলঙ্কা।
আর তাতেই চটেছেন লাসিথ মালিঙ্গা। ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় বিশ্বকাপের আগেই ক্রিকেটকে বিদায় বলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সেখানে মালিঙ্গা বলেন, আমাদের হয়তো আর মাঠে দেখা হবে না। যারা আমার পাশে ছিল তাদের ধন্যবাদ। সবাইকে শুভকামনা।”