বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের সাথে যোগ দিবে ওয়েস্ট ইন্ডিজ। এই তিন দেশ মিলে খেলবে ত্রিদেশীয় সিরিজ।
এই ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন পেসার কেমার রোচ। আর পেসারই বাংলাদেশ এবং আয়ারল্যান্ডকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন।
ইনজুরি থেকে ফিরেছেন কেমার রোচ। পুনরায় কোন ইনজুরিতে না পড়লে এই সিরিজে খেলছেন রোচ নিশ্চিত ভাবেই। তাই এই সিরিজে ফের গতির ঝড় তুলতে চান তিনি।
রোচ বলেন, ফিট হওয়ার জন্য জিম করছি। থেরাপিও নিচ্ছি। কঠোর পরিশ্রম করছি। অ্যাকশন, কৌশল নিয়ে কাজ করছি। আশা করছি মাঠে গতির ঝড় তুলতে পারব।