২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আজ দুপুরে শ্রীলঙ্কার এই স্কোয়াড ঘোষণা করা হয়।
করুণারত্মকে অধিনায়ক করে ঘোষিত এই দলে বেশ কিছু চমক। করুনারত্ম নিজেই একটি চমক। চার বছর ধরে জাতীয় দলে ওয়ানডে ম্যাচ না খেলা এই তারকা সরাসরি বিশ্বকাপ দলে চলে আসলেন অধিনায়ক হিসেবেই।
এছাড়াও ব্যাটসম্যান লাহিরু থিরিমানে, অলরাউন্ডার মিলিন্দা শ্রীবর্ধনে, জীবন মেন্ডিস এবং লেগ স্পিনার জেফরে ভ্যান্ডারসে আছেন এই স্কোয়াডে যারা ২০১৭ সালের পর থেকে ওয়ানডে ম্যাচই খেলেনি জাতীয় দলের হয়ে।
তবে শ্রীলঙ্কার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবসরের ইঙ্গিত দেয়া মালিঙ্গা আছেন স্কোয়াডে।
শ্রীলঙ্কার স্কোয়াড: দিমুথ করুনারত্মে, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুসাল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশাল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা শ্রীবর্ধনে, অভিষেক ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমানে, জেফরে ভ্যান্ডারসে, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমল।