বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করা হয়েছে। আর এই দলের ওপেনিং পজিশন নিয়েই রয়েছে কিছুটা ঝামেলা।
কি রকম সেই ঝামেলা?
ওপেনিংয়ে তামিম ইকবাল নিশ্চিত থাকছেন। তার সাথে থাকছেন কে? লিটন দাস নাকি সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ের চেয়ে তিন নম্বরেই বেশি পারফেক্ট সৌম্য সরকার। এই পজিশনে তার ব্যাটিং গড় ৪১.৬৬। কিন্তু ঘরোয়া লিগে সাম্প্রতিক সময়ে তার ফর্ম যাচ্ছেতাই। ওপেনিং কিংবা তিনে সব জায়গাতেই দুর্বল।
অন্যদিকে লিটন দাস ওপেনিংয়ে থাকার সম্ভাবনাই বেশি। নির্বাচকরা জানিয়েছেন, ডান-বাম কম্বিনেশন থাকবে ওপেনিংয়ে। তাই লিটন দাসের সম্ভাবনাই বেশি। কিন্তু সাম্প্রতিক সময়ে লিটন দাস একেবারেই যাচ্ছেতাই ফর্মে। নিউজিল্যান্ডের বিপক্ষে তো চুড়ান্ত ব্যর্থ ছিলেন। ঘরোয়া লিগেও একটি ম্যাচ ব্যাতিত রান করতে পারেনি আর কোন ম্যাচে।