ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের একমাত্র ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
এই ম্যাচে নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে মুম্বাই্ ইন্ডিয়ান্স। দল থেকে বাদ হয়েছে বেহরেনডফ ও অসুস্থতার কারণে বাদ পড়েছেন ইশান কিষান। তাদের দুজনের জায়গায় এসেছে বেন কাটিং ও জয়ন্ত যাদব।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের একাদশে নেই কোন পরিবর্তন।
মুম্বাই একাদশ: রোহিত, ডি কক, সুর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডে, পোলার্ড, হার্ডিক পান্ডে, জয়ন্ত যাদব্, বেন কাটিং, রাহুল চাহার, মালিঙ্গা, জসপ্রিট বুমরাহ।
দিল্লি ক্যাপিটালস একাদশ: ধাওয়ান, পৃথ্বি শ, কলিন মুনরো, শ্রেয়াস আয়ার, রিশাব পান্ট, ক্রিস মরিস, অক্ষর প্যাটেল, কিমু পাল, রাবাদা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা।