২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আর ঘোষিত এই দলের শক্তিশালী দিকটিই হল তাদের বোলিং আক্রমন।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে উইকেটকিপার হিসেবে আছেন কুইন্টন ডি কক। কিন্তু কোন ব্যাকআপ উইকেটকিপার নেই এই দলটির।
তাছাড়া তাদের ব্যাটিং নির্ভরতাও কমে গেছে এই স্কোয়াডে। পরীক্ষিত কয়েকজনকে নেয়া হয়েছে। কিন্তু সেটাও সন্দিহান যে পর্যাপ্ত রান তারা তুলতে পারবে তো?
এই দলটির শক্তিশালী দিকটি হল পেস বোলিং বিভাগ। ফেলোয়াকো, ডেল স্টেইন, লুঙ্গি এনগিদি, রাবাদা, অ্যানরিচ নর্টজের মত সেরা সেরা পেসাররা রয়েছে প্রোটিয়া স্কোয়াডে।