চলতি বছরে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর দল ঘোষণা করেছে পাকিস্তান। বড় চমক দিয়েই তৈরি করা হয়েছে এই দল। দলে নেই মোহাম্মদ আমিরের মত পেসার।
তবে চলতি বছরের স্কোয়াড থেকে নয়, বরং অলটাইম বিশ্বকাপ একাদশই বাছাই করেছেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার আফ্রিদি।
আফ্রিদির সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ:
১. সাঈদ আনোয়ার
২. অ্যাডাম গিলক্রিষ্ট
৩. রিকি পন্টিং
৪. ভিরাট কোহলি
৫. ইনজামাম উল হক
৬. জ্যাক ক্যালিস
৭. ওয়াশিম আকরাম
৮. ম্যাকগ্রা
৯. শেন ওয়ার্না
১০. শোয়েব আখতার
১১. সাকলাইন মুসতাক