কিছুদিন আগেই ৫ উইকেট তুলে নিয়েছিলেন সাইফউদ্দিন। সেদিন তার বোলিং ফিগার ছিল ৬ ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট।
সেই পাঁচ উইকেট তুলে নেয়া সাইফউদ্দিন আজ আবারও শিকার করল পাঁচ উইকেট। প্রাইম ব্যাংকের বিপক্ষে আজকে তার বোলিং ফিগার ৯.৩ ওভার ১ মেডেন ৩২ রান ৫ উইকেট।
ইনিংসের প্রথম বলেই এনামুলকে আউট করে উইকেট বন্যার শুরু সাইফউদ্দিনের। এরপর আরেক ওপেনার রুবেল মিয়াকেও আটু করেন তিনি।
সাইফ উদ্দিনের পরের তিন শিকারে পরিণত হয় মনির হোসেন, আব্দুর রাজ্জাক ও আল আমিন হোসেন।