ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এই ম্যাচে দুই দলের একাদশেই আসতে পারে পরিবর্তন।
কলকাতার তারকা আন্দ্রে রাসেল পড়েছেন ইনজুরিতে। তবে অনুশীলনের সময় পাওয়া ইনজুরির কারণে এক্সরে করতে হয়েছে তাকে। যদিও দলটির অধিনায়ক কার্তিক বলেছেন সে থাকছে পরিকল্পনায়।
অন্যদিকে সব হারিয়ে সব শেষের অপেক্ষায় রয়েছে কোহলির দলটি। তাদের দলেও আসতে পারে পরিবর্তন।
কলকাতার সম্ভাব্য একাদশ: ক্রিস লিন, সুনিল নারীন, নিতিস রানা, রবিন উথাপ্পা, দিনেশ কার্তিক, শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, পিয়ুস চাওলা, কুলদ্বিপ যাদব/সন্দিপ ওয়ারিয়র, প্রসিদ্ধ কৃষ্ণা, হ্যারি গার্নি/লুক ফার্গুসন।
আরসিবি সম্ভাব্য একাদশ: পার্থিব প্যাটেল, ভিরাট কোহলি, ভিলিয়ার্স, মইন আলী, মর্কোস স্টোইনিস/হেটমায়ের, অকসদ্বিপ নাথ/ শিভাম দুবে, নেগী, চাহাল, ডেল স্টেইন, নবদিপ সিনি, খেজরোলিয়া।