ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আজকের দিনের একমাত্র ম্যাচে কলকাতার বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভিরাট কোহলির ব্যাঙ্গালুরু। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে কোহলিরা।
দলের হয়ে আজকে টর্নেডো ব্যাটিং করেছেন কোহলি ও মঈন আলী। এরমধ্যে কোহলি তুলে নিয়েছেন সেঞ্চুরি। অর্ধশতক করেছেন মঈন আলি।
শুরুতে ওপেনার পার্থিব প্যাটেলকে হারায় আরসিবি। এরপর দলীয় ৫৯ রানের মাথায় আউট হয় অকসদিপ নাথ। এরপরই ব্যাটিংয়ে নামেন মঈন আলী এবং সঙ্গ দেন কোহলিকে।
এই জুটিতে ঝড় তুলেন মঈন আলী। আলী যখন ব্যাটিংয়ে নামেন তখন আরসিবির রান ছিল ৮.৫ ওভারে ৫৯। আর তিনি যখন আউট হন তখন দলের রান ১৬ ওভারে ১৪৯।
এই সময় ঝড় তুলেন মঈন আলি। মাত্র ২৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায ৬৬ রান করেন এই ইংলিশ তারকা।
মঈন আলীর বিদায়ের পর ব্যাটিং ঝড় তুলেন কোহলি। ৫৭ বলে সেঞ্চুরি পূর্ন করেন এই ভারতীয় তারকা। শেষ পর্যন্ত একেবারেই শেষ বলে আউট হওয়ার আগে ৫৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০০ রান করেন তিনি।