নিউজল্যান্ডে সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। সেটাও অবশ্য টেস্ট ম্যাচে। তবে ওয়ানডে ক্রিকেটে যেমন ফর্মহীন ছিলেন তেমনই ফর্মহীন আছেন ঘরোয়া লিগেও।
এবারের প্রিমিয়ার লিগে সৌম্য ১০ ম্যাচে করেছেন ১৬৪ রান। সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৩ রান। এমন বার্জে ফর্মের পরও আবহানী কোচ খালেদ মাহমুদ সুজনের সমর্থন পেয়েছেন সৌম্য সরকার।
প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, প্রিমিয়ার লিগ চাপের খেলা। যেহেতু রানে নেই, তাই সেও চাপে আছে। দল নির্বাচন হয়েছে। বিশ্বকাপ দলে আছে। চাপ আছে তাই ওর ওপরও
“আজকে খেলার পর দেখলাম মন খারাপ করে বসে আছে। এগুলো নিয়ে চিন্তার কিছু নাই। বিশ্বকাপে সে অনেক রান করবে। ও যেরকম খেলোয়াড় আমার মনে হয় অনেক রান করবে। বোলিংয়েও ভালো করছে। জাতীয় দলে এটা কাজে দিবে।”