এবারের আইপিএলে তান্ডব চালাচ্ছেন আন্দ্রে রাসেল। এমনই তান্ডব চালাচ্ছেন যে প্রতিপক্ষের বোলাররা তার বিপক্ষে বোলিংয়ের কোন পথই খুজে পাননা। অনেকটা এমন যে, রাসেল আসলে যেনো কোন বোলারই বোলিংয়ে আসতে চাননা।
এবারের আইপিএলে রীতিমত তান্ডব চলছে তার ব্যাটে। একের পর এক ছক্কা হাকাচ্ছেন। এবারের আইপিএলের সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরির তালিকায় তারই দুটি। তাছাড়া অর্ধশতকের কাছা কাছি গিয়ে থেমেছেন কয়েকবার। যেগুলো অর্ধশতক হলে তালিকায় শীর্ষ পাঁচের হয়তো সবগুলো তারই হত।
আন্দ্রে রাসেল তান্ডব চালাতে পটু। কিন্তু এমন তান্ডব রাসেলকে এর আগে কেউ কি চালাতে দেখেছে? হঠাৎ কিভাবে বদলে গেলেন তিনি?
বদলে যাওয়ার কারণ জানিয়েছেন রাসেল নিজেই। আর এই কারণ হল তার জাতীয় দলের সতীর্থ ক্রিস গেইল।
তিনি বলেন, “গেইল আমার পাওয়ার হিটিং লাইফ পাল্টে দিয়েছে। আমি তার কাছে অনেক কিছু শিখেছি।”
“বিশ্বকাপের সময় সে আমাকে বলেছিল, রাসেল, তুমি এখন যেমন আছো তুমি তার থেকেও ভালো। তুমি আরও বড় শট খেলতে পারো। তুমি অনেক শক্তিশালী।”
“২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ আমরা জিতেছিলাম। এই বছরটাই আমার জীবন পাল্টে দিয়েছিল।”
নাইট পার্টিতে সাকিব আল হাসানের স্ত্রী, ভিডিও দেখতে ক্লিক করুন