ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে রান সংগ্রহের তালিকায় সবার উপরে আছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। নিষেদাজ্ঞা থেকে ফেরা ওয়ার্নার ৮ ম্যাচে ৭৫ গড়ে রান করেছেন ৪৫০।
ওয়ার্নারের পর দ্বিতীয় স্থানে আছে লুকেশ রাহুল। ৯ ম্যাচে তার সংগ্রহ ৩৮৭ রান। তিনে থাকা ভিরাট কোহলির সংগ্রহ ৯ ম্যাচে ৩৭৮ রান।
চারে আছে কলকাতার আন্দ্রে রাসেল। ৯ ম্যাচে তার সংগ্রহ ৩৭৭ রান। চারে থাকা সানরাইজার্স তারকা জনি বেয়ারস্টোর সংগ্রহ ৮ ম্যাচে ৩৬৫ রান।
পাঁচে আছেন পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইল। ৮ ম্যাচে তার সংগ্রহ ৩৫২। ৯ ম্যাচে ৩১৩ রান নিয়ে ৬ নম্বরে আছেন কুইন্টন ডি কক। ৩১১ রান নিয়ে সাতে আছেন রাজস্থান তারকা জস বাটলার।
আট নম্বর স্থানটি দখল করেছেন ভিলিয়ার্সা। ৮ ম্যাচে তার সংগ্রহ ৩০৭ রান। ৯ ম্যাচে ২৯১ রান নিয়ে ৯ নম্বরে আছেন শিখর ধাওয়ান। ১০ নম্বরে থাকা কলকাতা তারকা নিতিস রানার রান ৯ ম্যাচে ২৮৬।