ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে টানা ম্যাচ হারের সঙ্গী ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেথান থেকে টুর্নামেন্টের মাঝপথে এসে জয়ের মুখ দেখা শুরু করেছে তারা। গতরাতে দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলকাতাকে হারিয়ে।
তবে এই ম্যাচে জয় পেলেও বেশ বেগ পেতে হয়েছিল কোহলিদের। প্রথমে ব্যাটিং করে কোহলির সেঞ্চুরিতে ২১৩ রান করে আরসিবি।
এই রানের জবাবে ব্যাট করতে গিয়ে শেষ পাঁচ ওভারে ছক্কা ঝড় তুলেছিল নাইটের তারকা আন্দ্রে রাসেল। রাসের অমন দানবীয় ব্যাটিংয়ে ভয় পেয়ে গিয়েছিল কোহলিও।
নিশ্চিত জেতা ম্যাচ রাসেল যেভাবে মারছিল তাতে হেরেই যাচ্ছিল কোহলিরা। ম্যাচ শেষে তাই কোহলি বলেই দিলেন-রাসেল এত জোরে বলগুলো মাঠের বাইরে পাঠাচ্ছিল যা অন্য কাউকেই মারতে দেখিনি।