আইপিএলে আজকে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচের আগে নেতৃত্বে পরিবর্তন এনেছিল দলটি। আজিঙ্কা রাহানেকে বাদ দিয়ে অধিনায়ক করা হয় স্মিথকে। আর তাতেই জয় আসে তাদের।
দিনের প্রথম ম্যাচে আজ তারা মুম্বাই্ ইন্ডিয়ান্সকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে।
এদিন প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান করে রাজস্থান রয়্যালস। দলের পক্ষে ৪৭ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া সুর্যকুমার যাদব ৩৪, হার্ডিক পান্ডেয়া ২৩ রান করেন।
জবাব দিতে নেমে স্টিভ স্মিথ এবং রায়ান পারাগের ব্যাটে ভর করে জয় পায় রাজস্থান। ৪৮ বলে ৫৯ রান করেন স্টিভ স্মিথ। রায়ান পারাগ ২৯ বলে করেন ৪৩ রান।