ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন গেইল। কিন্তু একা হাতে ঝড় তুললে কি আর রান এগুতে পারে। হলোনা তাই বিশাল রান সংগ্রহ করা। পাঞ্জাব থামলো ১৬৩ রানেই।
টস হেরে দিল্লির বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ওপেনার রাহুলকে দলীয় ১৩ রানের মধ্যেই হারায়। এরপর আগারওয়ালম মিলাররা নামলেও করতে পারেনি কিছুই। আগারওয়াল ২ ও মিলার ৭ রান করেই আউট হয়েছে।
তবে গেইলের সাথে মান্দিপ সিংয়ের জুটিটা একটু জমে উঠে। এই জুটিতে আসে ৪৩ রান। দলীয় ১০৬ রানের মাথায় আউট হন গেইল। ততক্ষনে গেইলের রান ৩৭ বলে ৬৯।
এরপর মান্দিপ সিং (৩০), অশ্বিন ১৬ ও হারপ্রিত ব্রার ২০ রান করলে পাঞ্জাবের সংগ্রহ দাড়ায় ১৬৩ রান।