ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতরাতে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে কিংস ইলিভেন পাঞ্জাব। আর এই হারের দিনে দুঃসংবাদ পেয়েছে পাঞ্জাব অধিনায়ক অশ্বিন।
ম্যাচে স্লো ওভার রেটের কারণে তার জড়িমানা করা হয়েছে। ১২ লাখ রুপি জড়িমানা দিতে হয়েছে তাকে।
অশ্বিনের আগে আরও তিনজন স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি করে জড়িমানা দিয়েছিল এবারের আইপিএলে। এরা হলেন, মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা, রাজস্থান অধিনায়ক রাহানে এবং আরসিবি অধিনায়ক কোহলি।