চরম সমালোচনা হচ্ছিল সৌম্য সরকারকে নিয়ে। বিশ্বকাপ দলে ডাক পাওয়া নিয়ে তার সমালোচনা হচ্ছিল। একই সাথে ঘরোয়া লিগে শেষ ১০ ম্যাচেই ব্যর্থ সৌম্য ছিলেন ভয়াবহ চাপে।
অবশেষে চাপকে জয় করে খোলস ছেড়ে বেড়িয়ে আসলেন সৌম্য সরকার। করলে ঝড়ো সেঞ্চুরি।
ডিপিএলে আজকের ম্যাচে রুপগঞ্জের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচে ওপেনিংয়ে নেমে ৭৯ বলে ১০৬ রান করেছেন সৌম্য সরকার।
ইনিংসে ১৫টি চারের সাথে দুটি ছক্কা মেরেছেন সৌম্য। তার বিধ্বংসী এই ব্যাটিংয়ে বড় রানের দিকে ছুটছে এখন আবহানী। ৩২ ওভারেই ২২১ রান করেছে তার দল।