ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই্পিএলে আজকের ম্যাচে কলকাতাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম লেগে হারের প্রতিশোধ একেবারে কড়ায়গন্ডায় শোধ করেছে দলটি।
এদিন প্রথমে ব্যাটিং করে ১৫৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। ওপেনার ক্রিস লিন ৪৭ বলে ৫১ রান করেন। এছাড়া সুনিল নারিন ৮ বলে করেন ২৫ রান।
আজকে আর ঝড় উঠেনি রাসেলের ব্যাটে। ৯ বলে ১৫ রান করেই থেমেছেন এই ঝড়।
তবে রাসেল ঝড় থামলেও ওয়ার্নার আর বেয়ারস্টো ঝড় থামাতে পারেনি কলকাতা। এই তারকার তান্ডবে মাত্র ১৫ ওভারেই ম্যাচ জিতে যায় সানরাইজার্স।
ওয়ার্নার ৩৮ বলে ৬৭ রান করে আউট হলেও ৪৩ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন বেয়ারস্টো।