ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে টানা পঞ্চম হারের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। আজ তারা হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে।
এদিন প্রথমে ব্যাটিং করে মাত্র ১৫৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। জবাব দিতে নেমে জনি বেয়ারস্টো আর ওয়ার্নার টর্নেডো ব্যাটিংয়ে ৩০ বল বাকি থাকতেই জিতে যায় সানরাইজার্স।
তবে এই ম্যাচে কলকাতার হারের জন্য বাজে অধিনায়কত্বকে দায়ী করছেন অনেকেই। কি করেছে অধিনায়ক?
আগের ম্যাচে ২৫ বলে ৬৫ রান করার পর আন্দ্রে রাসেল বলেছিলেন, তিনি আরও উপরে চারে ব্যাটিং করতে চান। যদি আজকে তাকে এই পজিশনে নামানো হত তাহলেও দলের রান আরও বাড়তে পারত।
কিন্তু আজকে উল্টো তাকে নামানো হয় আরও পড়ে। সাত নম্বরে ব্যাটিং করতে নামেন এই তারকা। তবে সেখানে নেমেও ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন রাসেল। কিন্তু শেষ পর্যন্ত সেটা থামে ১৫ রানেই।