শেষ ওভারে জয়ের জন্য ২৬ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। উইকেটে আছেন ধোনি। তিনি অপরাজিত আছেন ৪২ বলে ৬০ রান করে। অন্যপ্রান্তে ব্রাভো আছেন ৪ বলে ৫ রান করে।
বোলিং করতে আসলে উমেশ যাদব। প্রথম বলে ধোনি চার মারেন। দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই ছক্কা মারেন ধোনি।
প্রথম তিন বলেই ১৬ রান চলে আসায় শেষ ৩ বলে সমীকরণ দাড়ায় ১১ রানের। চতুর্থ বলে ২ রান নেন ধোনি। পঞ্চম বলে আবারও ছক্কা মারেন।
এবার শেষ বলে প্রয়োজন হয় ৩ রান। কিন্তু এই বলে ধোনি আর বাউন্ডারি মারতে পারেনি। দৌড়ে রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ধোনি। ২ রান নিতে পারলে ম্যাচটি ড্র হত। কিন্তু এক রান নেয়ার পরই রান আউট হয়ে যায় অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান। ফলে হেরে যায় এক রানে।
এর আগে আরসিবির দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই আরসিবির বোলারদের তোপে পড়ে চেন্নাই তারকারা। মাত্র ২৪ রানেই হারায় ৪ উইকেট। সেখান থেকেই লড়াই শুরু করেন ধোনি। শেষ পর্যন্ত খুব কাছে গিয়ে হারতে হল তাকে।
ম্যাচে ৪৮ বলে ৮৪ রান করেন ধোনি।