আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন ৩ বছর আগে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলা পেসার হামিদ হাসান।
তবে আফগানিস্তানের বিশ্বকাপ দলের অধিনায়কত্বে কোন পরিবর্তন আনেনি তারা। রশিদ খান এবং মোহাম্মদ নবির মত তারকারা বিরোধীতা করা সত্তেও নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে দেশটির ক্রিকেট বোর্ড।
২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলা পেসার হামিদ হাসান দলে আসলেও জায়গা হয়নি জহির খান, ইকরাম অ্যালিখিলি, করিম জান্নাতে, জাভেদ আহমাদি, সাহপুর জাদরানের মত তারকাদের। তবে ইকরাম, করিম জান্নাত এবং শিরজাদাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
আফগানিস্তানের বিশ্বকাপ দল: গুলবদন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ, নুর আলি জাদরান, হযরত উল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাসমতউল্লাহ শাহীদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ সেনোয়ারী, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আহমেদ, হামিস হাসান, মুজিব উর রহমান।