হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এখন হেলিকপ্টার শট খুব একটা দেখা না গেলেও ছক্কা হরহামেশাই দেখা যায় এই তারকার ব্যাটে।
কিন্তু এই ৩৮ বছর বয়সে গতরাতে যে ছক্কা মারলেন তাতে তাজ্জব হয়ে যাবে অনেকেই। ১১১ মিটার বড় এক ছক্কা মেরেছেন ধোনি যা ছিল আইপিএলের সপ্তম সবচেয়ে বড় ছক্কা।
ম্যাচের শেষ ওভারে উমেশ যাদবের একটি বলে এই ছক্কাটি মারেন ধোনি। সেটি স্টেডিয়ামের বাইরে গিয়ে আছড়ে পড়ে। পরে বলটি আর খুঁজে পাওয়া যায়নি।
এই ছক্কা মারার পর আর বলটাই খুজে পাওয়া যায়নি। ছক্কার মতই ঝড়ো ইনিংস খেলেছিলেন ধোনি। ৪৮ বলে করেছিলেন ৮৪ রান। কিন্তু দুর্ভাগ্য তার এমন লড়াই করেও শেষ পর্যন্ত ১ রানে হেরেছে ম্যাচ।