নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার পর বাংলাদেশ দল এখন বিদেশ সফরে বেশ সতর্ক। তাই সেই সতর্কতা থেকেই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার পর সেখানে খেলোয়াড়দের জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী চেয়েছিল বাংলাদেশ।
বিশ্বকাপের আগে ৭-৮ দিন লেস্টারশায়ারে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানেই ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তা চেয়েছিল বাংলাদেশ।
কিন্তু এটা নাকোচ করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে লেস্টারশায়ারে বাংলাদেশকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেয়া সম্ভব না। এটা কেবল ব্রিটিশ রাজপরিবারকেই দেয়া হয়। এই তথ্যই আজ জানিয়েছে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, বিশ্বকাপ চলাকালীন দলের সঙ্গে দুজন নিরাপত্তা লিয়াজোঁ কর্মকর্তার থাকার কথা, তারা এখন লেস্টারশায়ার থেকেই দায়িত্ব পালন করবেন। তাদের খরচ বহন করবে বিসিবি। তারা প্রয়োজনে নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন।