ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের দিনের একমাত্র ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন রাজস্থান রয়্যালসের তারকা আজিঙ্কা রাহানে। অধিনায়কত্ব হারিয়ে এখন রানে ফিরেছেন তিনি। আজকে তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। দিল্লির বিপক্ষে তার ব্যাটিংয়ে ভর করে বড় স্কোর গড়ে রাজস্থান।
শুরুতে ব্যাটিংয়ে নামা রাজস্থানের ওপেনার স্যামসন আউট হন শূন্য রানেই। রান আউট হন তিনি। এরপরই রাহানে ও স্মিথ ঝড় তুলেন। দুজনে মিলে ১৩০ রানের জুটি গড়েন। স্মিথ ৩২ বলে ৫০ রান করে আউট হওয়ার পর ভাঙে এই জুটি।
এরপর একাই তান্ডব চালিয়ে যান রাহানে। অপরাজিত থাকেন ৬৩ বলে ১০৫ রান করে। শেষ দিকে স্টুয়ার্ট বিন্নি ১৩ বলে ১৯ রান করেন। সব মিলিয়ে ১৯১ রানের পুজি পায় রাজস্থান।