কথা ছিল চলে আসার। এসে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির জন্য তৈরি ক্যাম্পে যোগ দিবেন। কিন্তু শেষ মুহুর্তে সেটা আর হলো না। আইপিএল খেলার জন্য সাকিবকে থাকতে হচ্ছে ভারতেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের মৌসুমটা ভালো হয়নি সাকিবের। আইপিএলে সানরাইজার্সের প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর আর একাদশে জায়গা হয়নি এই তারকার।
সানরাইজার্স হায়দ্রাবাদের দুই তারকা ওপেনার ওয়ার্নার ও জনি বেয়ারস্টো চলে যাবেন দল ছেড়ে। তারা যোগ জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পে। তখন সাকিবকে একাদশে রাখার নিশ্চয়তা দিয়েই সাকিবকে রেখে দিয়েছে দলটি।