টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ভৌতিক ব্যাটিং করেছেন স্কটল্যান্ডের ক্রিকেটার জর্জ মুনশে। মাত্র ২৫ বলে সেঞ্চুরি পূর্ন করা এই ক্রিকেটার ৩৯ বলে ১৪৭ রান করেছেন। আর এই দানবীয় ব্যাটিংয়ে ভর করে তার দল গ্লোচেস্টারশায়ার ২০ ওভারে ৩২৬ রান তোলে।
৩৯ বলে ১৪৭ রান করার পথে জর্জ মুনশে প্রথম অর্ধশতক করেন ১৭ বলে। এরপরে সেঞ্চুরিতে পৌছতে তার লাগে মাত্র আট বল যার প্রতিটিই ছক্কা মেরেছেন তিনি। এই ভৌতিক ব্যাটিং করতে গিয়ে এক ওভারে ছয় ছক্কাও মেরেছেন স্কটিশ তারকা।
৩৯ বলের এই ইনিংসে জর্জ মুনশে ছক্কা মারেন ২০টি। চার মারেন ৬টি।