আইপিএলে এবারের মৌসুমে প্রথম দিকে টানা হারের পথে ছিল আরসিবি। তবে আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচের শেষ দিকে অর্থাৎ চতুর্থ সপ্তাহে এসে জয়ের মুখ দেখছে দলটি। এই সময়ে দারুণ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন দলটির ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
আইপিএলের এই সপ্তাহের পাওয়ার র্যাংকিংয়েও শীর্ষে উঠে এসেছেন এই আরসিবি তারকা। কলকাতার বিপক্ষে আরসিবির ম্যাচের জয়ের নায়ক ছিলেন তিনি। এছাড়াও এই সময়ে ম্যাচগুলোতে দারুণ বিধ্বংসী ব্যাটিংও করেছেন এই তারকা।
তালিকার দুই নম্বরে আছে আন্দ্রে রাসেল। তিনে আছেন ধোনি। চারে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্ডিক পান্ডেয়া। পাঁচে আরসিবির পেসার ডেল স্টেইন। ছয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার। সাতে আছে খলিল আহমেদ। আটে আছে সন্দ্বীপ লামিচান। নয় নম্বরে আছে ভিরাট কোহলি, দশ নম্বরে আছে শ্রেয়াস গোপাল।