ডিপিএলে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে লিজেন্ড অব রুপগঞ্জ ও প্রাইম ব্যাংক। শিরোপা জয়ের পথে থাকা রুপগঞ্জের জন্য মহাগুরুত্বপূর্ন এই ম্যাচে ব্যাটসম্যানরা নিজেদের কাজটি করে নিয়েছে ঠিকঠাক ভাবেই।
এদিন প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২৭ রান করে লিজেন্ড অব রুপগঞ্জ।
শিরোপা জিততে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে। একই সাথে দোয়া করতে হবে যেন হারে আবহানী। এমন ম্যাচে নিজেদের কাজটি সঠিক ভাবেই পালন করল লিজেন্ড ব্যাটসম্যানরা।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই প্রাইম ব্যাংকের বোলারদের উপর চেপে বসে রুপগঞ্জের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে তারা করেন ১২৯ রান। মেহেদী মারুফ ৫৪ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর মুমিনুল হককে সাথে নিয়ে ১১৪ রানের আরেকটি জুটি গড়েন অন্য ওপেনার মোহাম্মদ নাঈম। মুমিনুল ৫২ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
তবে নিজের সেঞ্চুরি পূর্ন করেই আউট হন নাঈম। ১৩০ বলে ১৩৬ রান করেন তিনি। শেষ দিকে মুক্তার আলীর ২২, জাকের আলীর ২৭ ও নাঈম ইসলামের ২৪ রানের উপর ভর করে ৫০ ওভারে ৩২৭ রান করে রুপগঞ্জ।