ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচেই নাকি একাদশে থাকতে পারেন সাকিব আল হাসান। এমনই তথ্য জানিয়েছেন সাকিবের সাথে থাকা কোচ সালাউদ্দিন।
সালাউদ্দিন সাকিবের অনুরোধে গিয়েছিল ভারতে। সেখানে গিয়ে সাকিবের সাথে প্রয়োজনীয় কাজ সেরে তাকে নিয়েই দেশে ফেরার কথা ছিল তার। তবে সানরাইজার্স কর্তৃপক্ষ দেয়নি সাকিবকে।
তারা জানিয়েছে, তাদের দুজন তারকা চলে যাবে (ওয়ার্নার, বেয়ারস্টো)। যার কারণে সাকিবকে নিয়ে তাদের পরিকল্পনা আছে। সাকিব আজকে চেন্নাইর বিপক্ষেই ম্যাচ খেলবে বলে জানিয়েছে তারা।
যদি এটা হয় তাহলে বাদ পড়বে উইলিয়ামসন। কিন্তু শেষ পর্যন্ত আজকে সাকিব মাঠে নামেন কিনা সেটা জানা যাবে ম্যাচের সময়ই।