সময়টা ভালো যাচ্ছেনা লিটন দাসের। প্রতিটি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন এই তারকা। হাসতেই ভুলে গেছে তার ব্যাট।
এবারের প্রিমিয়ার লিগে কেবল একটি ম্যাচেই ভালো করেছিলেন তিনি। এরপর আর কোন ম্যাচেই্ বড় ইনিংস আসেনি তার ব্যাট থেকে।
সেই ধারাবাহিকতা বজায় রাখলো ডিপিএলের শেষ দিনেও। আউট হয়েছেন মাত্র ৫ রান করেই।
এদিন লিটন দাস ওপেনিং থেকে সরে গিয়ে ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। তবুও সুদিন ফেরেনি তার। তাইবুর রহমানের বলে ৪ বলে ৫ রান করে বোল্ড হয়ে গেছেন তিনি।