আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের আসর। আর এই আসরে খেলার জন্য বাংলাদেশ এরই মধ্যে তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
এদিকে আসন্ন এই বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
তিনি বলেন, বাংলাদেশের এই দলটির একটাই খারাপ দিক রয়েছে। সেটা হল তারা এখনো কোন আন্তর্জাতিক শিরোপা জিতেনি। বড় টুর্নামেন্টের মধ্যে অনেকগুলো ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছে। খুব ক্লোজ ম্যাচ গুলো হেরেছে তারা। বিশ্বকাপের মত বড় মঞ্চে যখন আপনি খেলবেন তখন এই অভিজ্ঞতা আপনাকে ভোগাবে। বাংলাদেশের এই একটাই নেগেটিভ দিক।