আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের আসর। আর এই আসরে খেলার জন্য বাংলাদেশ এরই মধ্যে তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
এদিকে আসন্ন এই বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
তার মতে বাংলাদেশ দল ধীরে ধীরে ট্রফির দিকে এগিয়ে যাচ্ছে। রমিজ রাজা বলেন,
“আমার মনে হয় বাংলাদেশ ধীরে ধীরে ট্রফির দিকে এগিয়ে যাচ্ছে। এশিয়া কাপে ভারতের পরে তারাই সবচেয়ে দারুণ ছিল। নিদাহাস ট্রফিতেও ক্লোজ ম্যাচ হেরেছে। ট্রফি জেতার পথেই আছে তারা।”