শেষ হয়েছে ডিপিএলের এবারের আসর। শেখ জামালকে হারিয়ে এই আসরে চ্যাম্পিয়ন হয় আবাহনী। রানার্সআপ হয় লিজেন্ড অব রুপগঞ্জ।
এদিকে টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন অনেক ব্যাটসম্যানই। তাদের মধ্যে রান সংগ্রহের দিক দিয়ে শীর্ষ ২০ এ আছেন যারা তারা হলেন-
১. সাইফ হাসান- ৮১৪ রান।
২. মোহাম্মদ নাঈম- ৮০৭ রান।
৩. রাকিবুল হাসান- ৭৮১ রান।
৪. জহুরুল ইসলাম- ৭৩৫ রান।
৫. ফজলে মাহমুদ- ৬০৩ রান।
৬. অ্যানামুল হক বিজয়- ৫৫২ রান।
৭. নাজমুল হোসেন শান্ত- ৫৪২ রান।
৮. মেহেদী মারুফ- ৫৪০ রান।
৯. নাঈম ইসলাম- ৫২৫ রান।
১০. নুরুল হাসান- ৫২৪ রান।
১১. তানভির হায়দার- ৫২০ রান।
১২. সৌম্য সরকার- ৫১১ রান।
১৩. অভিমূণ্য (ভারত)- ৪৯৬ রান।
১৪. মোসাদ্দেক- ৪৮৮ রান।
১৫. ফরহাম হোসেন- ৪৮৫ রান।
১৬. মুমিনুল হক- ৪৭৪ রান।
১৭. ইরফান শুকুর- ৪৬৩ রান।
১৮. মিজানুর রহমান- ৪৫৭ রান।
১৯. মার্শাল আইয়ুব- ৪৪৪ রান
২০. ইয়াসির আলী- ৪৪১ রান।