শেষ হয়েছে ডিপিএলের এবারের আসর। শেখ জামালকে হারিয়ে এই আসরে চ্যাম্পিয়ন হয় আবাহনী। রানার্সআপ হয় লিজেন্ড অব রুপগঞ্জ।
এদিকে টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন অনেক বোলারই। তাদের মধ্যে উইকেট শিকারে শীর্ষ ১৫ এ আছেন যারা তারা হলেন-
১. ফরহাদ রেজা- ৩৮ উইকেট।
২. মোহাম্মদ শহীদ ২৭ উইকেট।
৩. সাইফউদ্দিন- ২৫ উইকেট।
৪. হাসান মুরাদ- ২২ উইকেট।
৫. রবিউল হক- ২২ উইকেট।
৬. নাবিল সামাদ- ২২ উইকেট।
৭. সোহাগ গাজী- ২২ উইকেট।
৮. মাশরাফি- ২১ উইকেট।
৯. রিশি ধাওয়ান (ভারত)-২০ উইকেট।
১০. দেলোয়ার হোসেন- ১৯ উইকেট।
১১. সফিউল ইসলাম- ১৯ উইকেট।
১২. রাজ্জাক- ১৯ উইকেট।
১৩. আরাফাত সানি- ১৮ উইকেট।
১৪. সালাউদ্দিন সাকিল- ১৮ উইকেট।
১৫. মুক্তার আলী- ১৮ উইকেট।