ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই্পিএলে সানরাইজার্সের হয়ে এই মৌসুমে প্রথম ম্যাচটি খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর খেলা হয়নি তার।
সেজন্য বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে অংশ নিতে চলে আসার সময় জানা গেল দলের দুই তারকা চলে যাওয়ার কারণে সাকিব আল হাসানের খেলার সুযোগ রয়েছে। সেজন্য সানরাইজার্সও তাকে ছাড়েনি।
এরপর আজকে প্রথম ম্যাচে ফের একাদশে ফিরলেন সাকিব আল হাসান। কেন উইলিয়ামসন একাদশে না থাকায় সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।
এছাড়াও একাদশে ফিরেছেন মানিশ পান্ডে। বিদেশি কোটায় বাকি তিনজন হলেন বেয়ারস্টো, ওয়ার্নার ও রশিদ খান।