ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই্পিএলে সানরাইজার্সের ওপেনার বেয়ারস্টোর আজকেই ছিল শেষ ম্যাচ। আর এই শেষ ম্যাচটি একেবারেই পুরো টুর্নামেন্টে তার সময়ের বিপরীত ভাবেই কাটলো।
পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন বেয়ারস্টো। রান করেছেন এবারের আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ। একের পর এক ম্যাচে লড়াই করেছেন দক্ষ সেনার মত। কিন্তু শেষ বেলায় এসে আউট হলেন খালি হাতেই।
আজকের ম্যাচটি বেয়ারস্টোর শেষ ম্যাচ। এরপর তিনি যোগ দিবেন নিজের দেশের বিশ্বকাপ প্রস্তুতির মিশনে। সেখানে যাওয়ার আগে আজকের ম্যাচে খেলতে নেমে শূন্য রানেই আউট হন বেয়ারস্টো।