বাংলাদেশের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে আগেই। জানা হয়ে গিয়েছে কারা যাচ্ছে বিশ্বকাপে। তবে এই বিশ্বকাপ স্কোয়াডে থাকা তারকারা এবার ডিপিএলে কে কত রান করল চলুন দেখে আসি।
১. সৌম্য সরকার- ১৩ ম্যাচ- ৫১১ রান।
২. মোসাদ্দেক হোসেন- ১৬ ম্যাচ- ৪৮৮ রান।
৩. সাব্বির রহমান- ১৪ ম্যাচ- ৩১৭ রান।
৪. লিটন দাস- ৮ ম্যাচে ২৮৭ রান।
এছাড়া আয়ারল্যান্ড সিরিজে থাকা ইয়াসির আলী ইয়াসির আলী- ১৩ ম্যাচ- ৪৪১ রান করেছে।
মোহাম্মদ মিঠুন করেছেন ৩২২ রান। মিরাজ রান করেছেন মাত্র ৬৪। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন রান করেছেন ২৪৩। মাশরাফি মর্তুজা রান করেছেন ৮৯।