ফর্মে ছিলেন না সৌম্য সরকার। টানা ব্যর্থতা ছিল তার সঙ্গি। যাচ্ছেতাই পারফর্মেন্সের জন্য হচ্ছিলেন সমালোচিত। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার কারণেও হয়েছে বিতর্ক। বিশেষ করে ইমরুল বাদ পড়ে এবং সৌম্য স্কোয়াডে থাকায় হয়েছে আরও বেশি সমালোচনা।
তবে এই সমালোচনার জবাব দিতে দুটি ম্যাচকেই বেছে নিলেন সৌম্য সরকার। ডিপিএলের শেষ দুটি ম্যাচে দুটি সেঞ্চুরি করে দিয়েছেন সব সমালোচনার জবাব।
এই দুই ম্যাচের একটিতে করেন সেঞ্চুরি। অন্যটিতে তো করেছেন ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি। কিন্তু কিভাবে হঠাৎ বদলে গেল সৌম্য?
সৌম্যর বদলে যাওয়ার কারণে জানিয়েছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। সৌম্যর মধ্যে একটা প্রবণতা ছিল আগে থেকেই শট খেলার নির্বাচণ করা। অর্থাৎ সে বল করার আগেই ভেবে রাখত কি শট খেলবে। ফলে গুনাগুন বিচার করে খেলার প্রবণতা ছিলনা তার। এছাড়া পায়ের কিছুটা সমস্যা ছিল। এগুলো সব কিছুই সমাধান হয়েছে এক ভারতীয় তারকার টিপসে।
কে সেই তারকা? হ্যা, তিনি হলেন ওয়াসিম জাফর। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চরি করেছিলেন জাফর টেস্টে। সেই জাফর এখন আছেন আবাহনীতে। এখানেই খেলেছেন এবারের ডিপিএলে। আর তার কাছ থেকেই টিপস নিয়ে বদলে গেছেন সৌম্য সরকার।