বিশ্বকাপের জন্য আজকেই ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণার আগে চারদিকে জল্পনা পাঁচ তারকাকে নিয়ে।
এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তাদের ১৫ সদস্যের দল পাঠিয়ে দিয়েছে। সেটা আজকে প্রকাশ করা হবে।
এই দল ঘোষণার আগে পাঁচ তারকাকে নিয়ে উঠছে জল্পনা। থাকবেন কি তারা স্কোয়াডে?
১. আন্দ্রে রাসেল- সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে। ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপ মিলিয়ে ১০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
২. সুনিল নারিন: সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে। এখনো পর্যন্ত তার বিশ্বকাপ খেলা হয়নি।
৩. পোলার্ড: সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলেছিলেন তিনি।
৪. ডোয়াইন ব্রাভো: ২০১৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ব্রাভো। কিন্তু এরপর জাতীয় দলে আর জায়গা হয়নি তার। সেজন্য অবসরেরই ঘোষণা দিয়েছিলেন তিনি।
৫. মারলন স্যামুয়েলস: ২০১৮ সালের ডিসেম্ভরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ২০০৩, ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ মিলিয়ে ১৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।