বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। দলের বোলিং আক্রমনে প্রধান সেনাপতি হিসেবেই দেখা হচ্ছে মুস্তাফিজকে। তাকে ঘিরেই হবে বাংলাদেশের পেস বোলিং আক্রমন।
কিন্তু এমন মুস্তাফিজকে নিয়েই হতাশ পাকিস্তানের রমিজ রাজা। সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে মন্তব্য করতে গিয়ে এই কথা বলেন তিনি।
রমিজ রাজা বলেন, “মুস্তাফিজ ভালো বোলার কোন সন্দেহ নেই। তার বোলিংয়ে বৈচিত্র আছে। গতিতে সে তারতম্য আনতে পারে।”
“কিন্তু ইংল্যান্ডের কন্ডিশনে আপনাকে বৈচিত্রের সাথে সাথে গতিতে বোলিং করতে হবে যেটা মুস্তাফিজের নেই। সেখানে উইকেট পেতে হলে সিম আপ করাতে হয়। শুধু সুইং করালেই বা স্লো ডেলিভারি দিলেই চলেনা সেখানে।”