বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে আরও আগেই। ইংল্যান্ডের মাটিতে পেসাররা সুবিধা পাবে এমনটা বিবেচনা করে স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসার। চারজন পেসারের সাথে একজন পেস অলরাউন্ডার।
কিন্তু এই পাঁচ জনের মধ্যে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। বাংলাদেশের মধ্যে সবচেয়ে গতিশীল এই পেসার না থাকায় বাংলাদেশের অসুবিধা হবে বলেই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
তিনি বলেন, এমনিতে বাংলাদেশের পেস বোলিংয়ের অবস্থা খুব একটা ভালো নয়। রুবেলের গতি আছে। কিন্তু তার কোন সঙ্গী নেই যে কিনা গতির সঙ্গে সিম আপ ডেলিভারি করতে পারে।
রাজা আরও বলেন, তাসকিন দারুণ বোলিং করেছে বিপিএলে। অথচ সে স্কোয়াডে নেই। এই জন্য বাংলাদেশকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। কারণ, ডেথ ওভারে তার উইকেট তুলে নেয়ার ক্ষমতা রয়েছে।