বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে আছেন পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু দল ঘোষণার আগেও তাকে নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার কারণে খেলোয়াড়দের হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যরকম ইঙ্গিত দিয়ে বার্তা পাঠিয়েছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে আছেন তিনি। খেলবেন দলের একজন হয়েই। আর বিশ্বকাপে এই ৩৫ বছর বয়সী তারকাই হবে তুরুপের তাস এমনটাই মনে করেন দলটির সাবেক পেসার চামিন্দা ভাস।
ভাস বলেন, দলের জন্য সে শতভাগ দিয়েছে। আমরা দেখেছি সে আইপিএল খেলে একই দিনে ঘরোয়া লিগেও খেলেছে। এখানে তার প্রতিশ্রুতি বোঝা যায়। বোঝা যায় সে কতটা প্রস্তুত। বিশ্বকাপে সে মুল ভূমিকা পালন করবে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল নিয় চামিন্দা ভাস বলেন, বেশ কিছু সময় ধরে শ্রীলঙ্কা ভালো পারফর্ম করতে পারছেনা। আমার মনে হয় নির্বাচকরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে। দলের সবাইকে পারফর্ম করতে হবে।