আগামী বিশ্বকাপ হবে ইংল্যান্ডের মাটিতে। আর এই বিশ্বকাপে অধিকাংশ ম্যাচই হবে হাই স্কোরিং ম্যাচ। সেজন্য এবারের বিশ্বকাপে বোলারদের জন্য কাজটি কঠিন হবে বলে মনে করেন তামিম ইকবাল।
এবারের বিশ্বকাপে অধিকাংশ ম্যাচই হবে ৩০০ প্লাস রানের। সেজন্য পরে ব্যাটিং করা দলটির এই রান তাড়া করেই জিততে হবে। অধিকাংম ম্যাচেই এমনটা হবে বলে মনে করেন তামিম।
তিনি বলেন, এবারের বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই ২৮০, ৩০০, ৩২০ রানের স্কোর হবে এবং সেগুলো তাড়া করেই জিততে হবে। আমার মনে হয়না কোন প্রতিপক্ষকে ৩০০ এর নিচে আটকানো সহজ হবে। হয়তো দুই একটা ম্যাচে ২৪০-২৫০ রানের স্কোর হতে পারে। কিন্তু অধিকাংশই হবে ৩০০ বা তার বেশি।