ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজকে একমাত্র ম্যাচে ব্যাটিং ঝড় চালিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আর তার ব্যাটিংয়ে ভর করে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫ রানের মাথায় কোহলিকে হারায় আরসিবি। এরপর ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেন ভিলিয়ার্স। তার সাথে ঝড় তোলেন আরেক ওপেনার পার্থিব প্যাটেল।
প্যাটেল ২৪ বলে ৪৩ রান করে আউট হলে দলীয় ৭১ রানের মাথায ভাঙে এই জুটি। এরপর এসেই মাত্র ৪ রান করে মইণ আলী এবং ৩ রান করে অকসদিপ নাথ বিদায় নিলে ৮১ রানে চার উইকেট পরিণত হয় আরসিবির।
তবে সেখানেই উইকেট পতন শেষ। এরপর কেবলই ছক্কা চারের বৃষ্টি। ভিলিয়ার্সের সাথে যোগ দিয়ে ঝড়ো ইনিংস খেলেন মার্কোস স্টোইনিসও। দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে ২০২ রান করে আরসিবি।
ভিলিয়ার্স ৪৪ বলে ৭টি ছক্কা ও ৩টি চারে ৮২ এবং স্টোইনিস ৩টি ছক্কা ও ২টি চারে ৩৪ বলে ৪৬ রান করেন।