ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের দিনের একমাত্র ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবকে হারিয়েছে বিরাট কোহলির আরসিবি। ম্যাচে ১৭ রানে জিতে আরসিবি।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান করে আরসিবি। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন ভিলিয়ার্স। মাত্র ৪৪ বলের ইনিংসে ৩টি চার ও ৭টি ছক্কা মারেন ভিলিয়ার্স।
ভিলিয়ার্সের ব্যাটিংয়ের দিনে স্টোইনিস ৩৪ বলে ৪৬ এবং ২৪ বলে ৪৩ রান করেছেন পার্থিব প্যাটেল।
জবাব দিতে নেমে শুরুতেই ঝড়ের আভাস দেন গেইল। তবে সেই ঝড় থামে ১০ বলে ২৩ রান করেই। এরপর ঝড় তুলেন লুকেশ রাহুল ও মায়নাক আগারওয়াল। দুজনে মিলে মাত্র ৯ ওভারেই ১০১ রান তুলেন স্কোর বোর্ডে।
তবে হঠাৎই ছন্দপতন। ১০১ রানের মাথায় ২১ বলে ৩৫ রান করা আগারওয়াল এবং ১০৫ রানের মাথায় ২৭ বলে ৪২ রান করা রাহুল বিদায় নিলে চাপে পড়ে যায় পাঞ্জাব।
সেই চাপ থেকে উদ্ধারের চেস্টা করেছিল নিকোলাস পুরান। মাত্র ২৮ বলে ৪৬ রানের এক ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ৫টি ছক্কাই মেরেছিলেন। তবে বলের সাথে রানের পার্থক্যটা কমাতে পারেনি এই ক্যারিবিয়ান তারকা। শেষে অসম্ভবের পেছনে ছুটে আউট হয়ে যান তিনি। আর তাতেই পরাজয়টা নিশ্চিত হয় পাঞ্জাবের।