ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের ম্যাচে জয়ের পথে থেকেও হেরে গেছে কিংস ইলিভেন পাঞ্জাব। আর এই হারের জন্য একজন খেলোয়াড়ই দায়ী অনেকাংশেই।
এদিন আরসিবির দেয়া ২০৩ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ঝড়ের আভাস দেন গেইল। তবে সেই ঝড় থামে ১০ বলে ২৩ রান করেই। এরপর ঝড় তুলেন লুকেশ রাহুল ও মায়নাক আগারওয়াল। দুজনে মিলে মাত্র ৯ ওভারেই ১০১ রান তুলেন স্কোর বোর্ডে।
তবে হঠাৎই ছন্দপতন। ১০১ রানের মাথায় ২১ বলে ৩৫ রান করা আগারওয়াল এবং ১০৫ রানের মাথায় ২৭ বলে ৪২ রান করা রাহুল বিদায় নিলে চাপে পড়ে যায় পাঞ্জাব।
সেই চাপ থেকে উদ্ধারের চেস্টা করেছিল নিকোলাস পুরান। মাত্র ২৮ বলে ৪৬ রানের এক ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি।
কিন্তু তাকে সঙ্গ দেয়া উচিত ছিল যার, সেই ডেভিড মিলার খেলেন পরিস্থিতি বিরোধী ইনিংস। ২৫ বলে করেন ২৪ রান। এই বল নষ্ট করার কারণে শেষ ওভারে জয়ের জন্য ২৭ রানের প্রয়োজন ছিল পাঞ্জাবের।
কিন্তু মিলার যদি ২৫ বলে ২৪ রান না করে ৪০ রানও করতে পারত তাহলেই শেষ ওভারে জয়ের জন্য রানটা নেসে আসত ১১ এর মধ্যে।