আনপ্রেডিক্টেবল পাকিস্তান। আর সেজন্যই যেকোন টুর্নামেন্টেই তারা ফেভারিট থাকে। কিন্তু এবার বিশ্বকাপে পাকিস্তানের কোন সুযোগ নেই বলেই মন্তব্য করেছেন দেশটির সাবেক ফাষ্ট বোলার শোয়েব আখতার।
১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই বিশ্বকাপের সাথে এবার ২০১৯ সালের বিশ্বকাপের একটু মিল আছে। সেবার যে ফরমেটে বিশ্বকাপ ম্যাচ হয়েছিল, এবারও সেই একই রকম ফরমেটে।
কিন্তু তাতেও কোন সুযোগ দেখছেন না শোয়েব আখতার। তার চোখে বরং স্বাগতিকরাই বেশি ফেভারিট।
তিনি বলেন, দলটির বোলিংয়ে সমস্যা রয়েছে। পুরো দলটিকে ভারসাম্যপূর্ন মনে হলেও আমার মনে হয় তারা বড়জোড় সেমিফাইনাল খেলবে। বিশ্বকাপ ফাইনাল তো আমি বলব ইংল্যান্ডই জিতবে।